সরোবর বর্ণন । 之> এমত স্ন ইস্ত কাম সে নিজে অনঙ্গ । ধৃত পুষ্পধনু চারু গুণচয় তৃঙ্গ ॥ মহাপাত্র সুপাত্র স্বকীয়গণ ওই। তথাপিও মনোরথ ত্ৰিজগত-জই । অলিকুল বিকল বকুলে পিয়ে মধু। গুঞ্জরে মঞ্জিম রব পরভৃতবধু ॥ পুরাগ্রে পুষ্কর করিতে লয় তুলি । নিকটে কারণ মুখে যাচে কুতূহলি ৷ চক্রবাক চক্রবাকী খেলে চঞ্চুপুটে। খঞ্জন-খঞ্জনী প্রেম তিলেক না টুটে । ক্ষণে বিষণ্ডুল্য কর সুপাতিত মহী । , সুপ্ত শির্থী তদঙ্কে নিঃশঙ্কে রহে আহি ॥ মৃগেন্দ্রে গজেন্দ্রে নিবসতি এক ঠাই । এমন জাতির ধৰ্ম্ম শাস্ত্রমধ্যে নাই ॥ কষ্টতাপে চাতকচাতকী উৰ্দ্ধে তাকে । বুঝা যায় সটীক ফটিকজল ডাকে ॥ ক্ষণেক গগনে ঘন ঘোরতর রব । সখি দেখি শিখী শিখি সঘনে তাওব ॥ ডাহুকাডাহুকী ডাকে ভেকের কৌতুক। প্রমদা প্রমদে নাহি ত্যজে একটুক ॥ সারসসারসী নাচে দোহে মত্তজ্ঞান। বিষম মকরকেতু তাহে বলবান ॥ উচ্চতর বিকসিত কদম্ব মঞ্জুল । বিরহিণী কামিনীজনার নেত্রশূল ।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।