এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
স্থ দরদর্শনে নাগরীদিগের উক্তি :్చరి হৃদয়মাবারে রাখিয়ে ইহারে নয়নছয়ারে কুলুপ দিয়া । রূপ নহে কালো নিরখিতে আলো দেখ সখি আলো আঁখি মুদিয়া ॥ কহে রামা”আর গলে পরি হার এ হার কি ছার ফেলি গো টেনে । আশা পূরে তবে হেন দিন হবে কোনজন কবে ঘটাবে এনে ॥ কহে কোন আই আমি যদি পাই পলাইয়া যাই এদেশে থেকে । নারীকলা ফান্দে বান্ধি নানা ছান্দে প্রাণ বড় কান্দে দেন। লো ডেকে ॥ কেহ কেহ আজি ওকে কর্যে রাজি শেষে দিয়া বাজী না দিব ছেড়ে । শ্বাশুড়ি-শ্বশুর নাহি পতি দুর শূন্ত মোর পুর কে দিবে তেড়ে ॥ কহে কোন নারী হয় আজ্ঞাকারী ভুলাইতে পারি এ গুণ আছে । বিধবা যেগুলা বিষম ব্যাকুলা চক্ষে দিয়া ধূলা লবে গে পাছে ॥ কেহ বলে চল দাড়ায়্যে কি ফল হৃদয়ে বিকল হৈয়াছি মোর। কামানল চয় করিছে সঞ্চয় তথ্য অপচয় হবে গে৷ জ্বর। ।