এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিদ্যাসুন্দর । মালিনী কহিছে দূর নহে বাপু ওই পুর এসে মোর বাপের ঠাকুর ॥ মূলি-মহিলার সঙ্গে চলিল পরম রঙ্গে সেনারূপে পথ করে আtালা । কালীপাদপদ্ম তলে ঐকবিরঞ্জনে বলে বাসা তো মিলিয়া গেল ভাল ॥ বিদ্যার রূপ বর্ণন । সুন্দর কহেন মাসি মোর দিব্য লাগে । বিদ্যার রূপের কথা কহ শুনি আগে। অাগে মেনে একি ঠাট ঠাটে কহে হীরা। বালাই সেটের বাছা কেনে দেও কিরা ॥ সে রূপের সীমা কবে এত শক্তি কার । সে পারে কহিতে কিছু শতসুখ যার ॥ পৃথিবীতে বড় আর কেবা তোমা বই। না কহিলে নয় তাই যা জানি তা কই ॥ চাচর চিকুর জাল জলধর জিনি । শ্রীতিযুগে পরাভব পাইল গিধিনি ৷ ডুবিল কুরঙ্গ শিশু মুখেন্দুস্থধায় । লুপ্ত গাত্র তত্র মাত্র নেত্ৰ দেখা যায় ॥ নয়নের চঞ্চলত শিখিবার তরে। অদ্যাপি থঞ্জন নিত্য কৰ্ম্মভোগ করে ॥ অমিয়। জড়িত ভাষা নাসা তিলফুল ৷ বিম্বাধর দশনে মুকুতা নহে তুল ॥