পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হুন্দরের মাল্য গ্রন্থন । ی(ع( হেসে হেসে আরো এসে ঘনায় নিকটে । কি জানি কপালে মোর কোন খান ঘটে ৷ কামাতুর হইলে চৈতন্ত থাকে কার। বিশেষত নীচজানি নীচ ব্যবহার। ভয়ে অতি হীরাবতী প্রতি কহে হাসি। গোটাকত টাকা নিয়া হাটে যাও মাসী ॥ প্রমথপতির প্রিয়া পূজা ইচ্ছা আছে। এত বলি বারে টাকা ফেলে দিল কাছে ॥ অামি আজি গাথি মালা তোমার বদলে । দেখদেখি নৃপতি-নন্দিনী কিবা বলে ॥ . ভাল বাপু বলিয়া আঁচলে বান্ধে তঙ্ক । হাটে যায় মালিনী সংগ্ৰতি ঘুচে শঙ্ক৷ শ্রীকবিরঞ্জন বলে কালীপদ সার। বিরলে বিনোদবর গাথে পুষ্পহার ॥ সুন্দরের মাল্য গ্রন্থন । বিনা স্থত কি অদ্ভূত গাথে পুষ্পহার। কিৰ শোভা মনোলোভা আতি চমৎকার ॥ জবা বক মুচম্পক কুন্দ সেফালাকা । জাতিফুল ও বকুল মালতী মল্লিক ॥ গাথে বীর করবীর অশোক কিংশুক । বাছি লয় পুষ্পচয় পরম কৌতুক ॥ পদ্ম সঙ্গে গাথে রঙ্গে স্থলপদ্ম ভালো । মাঝেমাঝে গন্ধরাজে আরো করে আলো ।