পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুষ্প লইয়। মালিনীর বিদ্যার নিকট গমন । মনে বড় ভয় না জানি কি হয় গগনে উঠেছে বেলা । বীরসিংহ-মৃত আছে কোপযুত। কহিবে করিল হেলা ॥ যা করেন শিব আর চারী কিবt না গেলে এড়ান নাই । দাড়াইল এই ত্বরা করি সেই চলিল বিদ্যার ঠাই ॥ দাড়াইল অাগে সতী কহে রাগে হেদে বা কোথায় ছিল । সকল যোগান করি সমাধান কি ভাগ্য যে দেখা দিলা ॥ ৪ ভূলিলা সে কাল একে ঠাকুরাল গরবে উলসে গণ । কানে দোলে গেটে পর্থে যাও হেঁটে ঠাহরে না পড়ে প। ॥ তোরে বৃথা কই নিজে ভাল নই এ পাপ চক্ষের লাজ । নতুবা ইহার জানি প্রতিকার যেমন তোমার কায ॥ ভূমে সাজি রাখি ছলছল আঁখি কৃতাঞ্জলি হীরা কহে ।