এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মাল। দৃষ্টে বিদ্যার উৎকণ্ঠাবস্থা । রুষ্ট নবগ্রহ বচননিগ্ৰহ
- বিগ্ৰহ আমার দহে ॥ ছিল উপরোধ ক্ষুদ্র দোষে ক্রোধ
এত কি উচিত তব । বট নিজ দাসী • চিত্তে এই বাসি ক্ষমহ বাড়া কি কব ॥ এতেক বলিয়া চলিল কান্দিয়। হীর ফিরে যায় ঘরে। কালীপদতলে শ্রীপ্রসাদ বলে ত্ৰাহি মা নিজ কিঙ্করে ॥ 6 মালা দৃষ্টে বিদ্যার উৎকণ্ঠাবস্থা । স্নান করি বিধুমুখী হৃদয়ে পরম সুখী পূজে ইষ্টদেবতা শারদ। চিকণ গাথনি ফুল অতিশয় চিন্তাকুল অনিমিথে নিরখে প্রমদা ৷ দেখিয়া পুষ্পের হার পূজা করে কেবা কার ধ্যানজ্ঞান দুই গেল দূরে। কাছে ডাকি স্থলোচনা, পাতি পড়ে বিচক্ষণ অব্যাজে যুগল আঁখি ঝুরে । মনেতে জানিল এই পুরুষরতন সেই দরশন পাইব কিরূপে । তিলেক বৎসর প্রায় বুক ফেটে জিউ যায় সখী প্রতি কহে চুপেচুপে ।