পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o বিদ্যান্থন্দর । দেহে কি হইল সই দেখদেখি হীরা কই ফিরা অামি পায় ধরি তার। যদি ক্ষমা করে রোষ এতে কিছু নাহি দোষ শুনি গে৷ সকল সমীচীর ॥ কারে ঘরে দিলা ঠাই বুঝি বা তেমন নাই বিদ্যাধর ধরণীমণ্ডলে । বিরহিণী দেখি আম প্রসন্ন হইলা শু্যামা বিধু মিলাইল করতলে ॥ সর্থী কয় ধৈর্য্য হও আজিকার দিন রও প্রভাতে পাইবা দেখা হীর) । এতই কেন উন্মত্ত মিলিবে সকল তত্ত্ব জিজ্ঞাসা করিও দিয়া কিরা ॥ বিদ্যাবলে বল বটে এখনি প্রমাদ ঘটে আজি সে বাচিলে হৈবে কালি । ছের কণ্ঠাগত প্রাণ বাট কর পরিত্রাণ সব শেষে যত দাও গালি । বুঝি হারা পুন তারা কহে সারা হও পারা বাধ্য নহ সাধ্য কিবা অাছে। রাণীঠাকুরাণী যথা, যাই তথা সব কথ। নিবেদন করি তার কাছে ॥ ভয় দশাইয়া নানা জনেজনে করে মানা কষ্টেশ্রেষ্টে শাস্তাইয়। রাখে। ঐকবিরঞ্জন বলে জলনিধি উথলিলে বালির বন্ধন কোথা থাকে ॥