এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মালিনীর প্রতি বিদ্যার অনুনয় । যথোচিত মনোভঙ্গ দুঃখানলে দহে অঙ্গ হীরাবতী ভবনে চলিল । সুকবি সুন্দরবরে প্লাছ দিয়া ঢোকে ঘরে অনশনে রজনী বঞ্চিল ৷ কুহরে কোকিলকুল ফুটে বনে নানা ফুল তুলি গাথে মনোহর মালা । নৃপতি-নন্দিনী যথা লঘুগতি চলে তথা বলে লও নৃপতির বাল ॥ রাখি হার পরিহার করে করে ধরি তার বলে বিদ্যা বচন মধুর। কন্ত প্রতি কর কোপ বুড়া নও বুদ্ধিলোপ মমতা সকল গেল দূর ॥ আদ্যোপাস্ত এই ধারা ক্রোধে হুই জ্ঞানহারী ক্ষণেক সে ভাব নাহি থাকে । অন্তকে ডরান পিতা ততোধিক মাতা ভীত। জাননী গে৷ তুমি কি আমাকে ॥ সহস্র মাথার কিরা ওগো হীরা চাও ফিরা বুক চির হৃদে খুই তোরে। যে কহি সে কৃথা गांन পুরুষরতন আন দুঃখে পরিত্রাণ কর মোরে ॥ হীরা কহে করি ছল, ভাল পাইলাম ফল বাকি বল আর কিবা অাছে।