পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বিদ্যাসুন্দর । হীরা কহে শুন শুন যে করেছি নিবেদন তার সাক্ষী হাতে হাতে এই । জনে করে বন্থ যত্ন কোনরূপে মিলে রত্ন রত্নজনে যত্ন করে সেই ৷ সে ধনী রতন বটে . যতনে পুরুষ ঘটে তার ইচ্ছ। তুমি হও কান্ত । চিত্তে বিবেচনা কর ভাগ্য কি ইহার পর শিব-শিব সদয় নিতান্ত ॥ তব পত্র পাবামাত্র সিহরিল সৰ্ব্বগাত্র চেতন। রহিত পড়ে মহী । সখী ডাকে পরিত্রহি রাম করে আইডাহি মরমে দংশিল কাম-আহি ॥ ক্ষণেকে ক্ষণেকে জ্ঞান কহে দহে মোর প্রাণ পরিত্রাণ কর মোরে সই। বিলম্ব বিহিত নয় না জানি কি পরে হয় ফিয়াও ফিরাও হীরা কই ॥ আীমারে কহিল মন্দ চিত্তে বড় নিরাননা প্রভাতে গেলাম তার কাছে । বিনয় করিল যত এক মুখে কব কত তাহা কি সকল মনে আছে। দশনে লইয়৷ কুটা যত্নে ধরে হাত ফুট। পুনঃ পুনঃ বলে মাথা থাও । স্নানছলে সরোবরে সুপুরুষ গুণধরে যাও যাও বারেক দেখাও ৷