পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসুন্দরের পরস্পর দর্শন 8& হীরবতা যত ভাষে সুকবি সুন্দর হাসে হাতে পায় আকাশের ইন্দু। কালীপাদপদ্মতলে শ্রীকবিরঞ্জন বলে তারিণী তরাও ভবসিন্ধু ! مایع حجیح میدهند تعدم تعیسیسی ع বিদ্যাসুন্দরের পরস্পর দর্শন । স্থপুরুষ মুন্দর সুধীর ধীরে ধীরে । মিলিল সঙ্কেত সেই সরোবর-তীরে ॥ বিদ্য। বিনোদিনী বসি বাতায়ন-তলে । বিদগ্ধ বিনোদ চলে বকুলের তলে । শুভক্ষণে উভয়ত মুখবিলোকন । দৃষ্ট শর পরস্পর জরজর মন ॥ মোহিতা মহাতে পড়ে মহীপাল-বাল । শান্তি নাই বিষয় কুমুম-শর-জ্বালা ॥ উথলে বিরহ-সিন্ধু ভাঙ্গে শান্তিসেতু। মনোমান ধরিল ধীবর মীনকেতু ॥ কলেবর কম্পিত কদলী যেন ঝড়ে । বিদ্যার বাসন৷ জলে ঝাপ দিয়া পড়ে ॥ সতী কহে কাম-আহি দংশিল মরমে । লোমে লোমে পুড়ে উঠে প্রমাণ সরমে ॥ নিকটে দশমদশ চেষ্টা কর সই । কোথা সেই সোঝা ওঝা ধন্বন্তরি সেই ৷ সর্থী কহে সুবদনি সাবধান হও । হীরা ডেকে কিরা দিয়া ফিরা তত্ত্ব লও ॥