এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সুন্দরদর্শনে বিদ্যার সর্থী প্রতি উক্তি । সুন্দর স্বন্দর বর এই বটে আলি । দড়দড় কি কব কহ কি শুনে আলি । সুবৰ্ণ সুবর্ণ জিনি মুখকমলজ । কি রূপ কিরূপ করি কৈল কমলজ ॥ তনু তন্তু চিস্তায় কেমনে জ্বালা সই । জীবন জীবন মধ্যে ত্যজি মেনে সই ৷ মন্দ মন্দগ্রহ মোর বুঝেছি একান্ত । কালী কালী দিলা মনে না দিল। এ কাস্তু ॥ বারণ বারণমন কদাচ না মানে । ক্ষপ ক্ষপাদিব। ছোটে কি করিবে মানে । সৰ্ব্ব সৰ্ব্বকাল পূজি পীড়। এই ধার। নিত্য নিত্যাবধি দিল নয়নে ধারা ॥ তার। তারাপতি যদি মিলাইলা করে । ফের ফের দিয়া বিধি বঞ্চনা বা করে ৷ হর হরবধু দুঃখ তনয় প্রসাদে । বিদ্যা বিদ্যা কবিবরে করহ প্রসাদে ॥ বিদ্য দর্শনে স্থন্দরের মোহ । কি রূপসী অঙ্গে বসি অঙ্গ খসি পড়ে । প্রাণ দহে কত সহে নাহি রহে ধড়ে ॥ মধ্য ক্ষীণ কুচ পীন শশহীন শশী । আস্যবর হাস্যোদর বিম্বাধর রাশি ॥