পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b বিদ্যাসুন্দর । নাসাতুল তিলফুল চিন্তাকুল ঈশ । বাক্যস্থষ্টি সুধাবৃষ্টি লোলবৃষ্টিবিষ । দস্তাবলী শিশু অলি কুও কলি মাঝে । ভুরু অঙ্কু কামধন্টু হেমতন্থ সাজে ॥ নীলগিরি শুকপূরি তদুপরি ভৃঙ্গ । মঞ্জুরব মনোভব মহোৎসব রঙ্গ ৷ নৃপস্থত মোহুযুত এ অদ্ভূত দেখি । কহে রাম অনুপাম গুণধাম এfক ॥ বিদ্যা কর্তৃক ভগবতীর স্তব। বিদ্যা রূপবতী সতী কৃতাঞ্জলি শুদ্ধমতি কায়মনোবাক্যে করে স্তব । তুমি নিত্য পরাৎপর জন্মজর মৃত্যুহুর। তুমি ব্ৰহ্মা বিষ্ণু তুমি ভব। তুমি জল তুমি স্থল ধৰ্ম্মাধৰ্ম্ম ফলাফল তুমি সন্ধ্যা দিব। বিভাবরা । তুমি কুলাচল সিন্ধু তুমি রবি তুমি ইন্দু অনন্ত ব্ৰহ্মাও ভাণ্ডোদরী ॥ তুমি শান্তি পুষ্টি সুধা তুমি লজ্জ তুমি মেধা মহামায়া করালরূপিণী । শক্তিরূপ। সৰ্ব্বভূতে বিহরসি শৈল মৃতে কুণ্ডলিনী চক্রবিভেদিনী ॥ ত্ৰিগুণ সচ্চিদানন্দ রূপিণী লিখন কন্দ স্থলস্বৰ্ম্মী ধরণী-ধারিণী ।