পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবির সুড়ঙ্গপথে গমনোদ্যোগ । « » কহ উপদেশ কিরূপে প্রবেশ হব বিদ্যাবর্তী বাসে । দুরন্ত প্রহরী দিবা বিভবের জাগে তনু কাপে ত্রাসে ॥ নমো ভগবর্তি কিবা জানি স্তুতি প্রধান প্রকৃতি কালী । শ্মশানবাসিনী দনুজনাশিনী মুণ্ডমালা মা করাণী ॥ ত্ৰৈলোক্যবান্দনী ভূধরনন্দিনা অখিল-ব্রহ্মাও-মাতা । সকল সিদ্ধিদ। গিরীশ প্রমদ তুমি হরি হর ধাত। স্তব করে কবি পরিতুষ্ট দেবী পুনরপি অজ্ঞা হয় । ভয় নাহি বচ্ছ ইহা কোন তুচ্ছ সুখে কর পরিণয় ॥ অপরূপ কথা অকস্মাৎ তথা হইল সুড়ঙ্গপথ। প্রসাদের বাণী ভক্তের ভবাণী পুরাইলা মনোরথ ॥ بیبیسیسمسی است که جمعarm یع خصوص কবির সুড়ঙ্গপথে গমনোদ্যোগ । বিজ্ঞবর বরাবর বিবরবিশিষ্ট । হীরূপিণী ইরাখিণী হৃদয়েতে হৃষ্ট ॥