পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যার উৎকণ্ঠাবস্থায় সুন্দরের দর্শন। “ সুচারু কুমুম ভ্রাণ স্মরশরে দহে প্রাণ বিদ্যা বিনোদিনী নহে স্থির ॥ রসমই কহে সই কহ সে নাগর কই তাহা বই মনে নাহি ভায় । নাহি মুখ একটুক মহাদুঃখ ফাটে বুক প্রায় বুঝি মোর প্রাণ যায় ৷ এই যুক্তি করে বসি শরদ পূর্ণিমা-শশী হেনকালে উপস্থিত কবি । রূপ তুল্য বটে নাম মহাকবি গুণধাম প্রচও প্রতাপে যেন রবি ॥; সব-সর্থী-সম্বলিত চন্দ্রমুখী চমকিত . নিরখই চঞ্চল নয়নে । কিঙ্করী যোগায় বারি পদযুগ ধৌত করি বসিল রতন-সিংহাসনে ॥ ধনবন্ত মহাকুল পূৰ্ব্বাপর শুদ্ধমূল কুক্তিবাস তুল্য কীৰ্ত্তি কই। দানশীল দয়াবন্ত শিষ্ট শান্ত গুণানন্ত প্রসন্না কালিকা কৃপামই ॥] সেই বংশসমুদ্ভুত ধীর সর্বগুণযুত ছিল কত কত মহাশয় । অমচির দিনান্তর জন্মিলেন রামেশ্বর দেবীপুত্র সরলহুদয় ॥ তদঙ্গজ রামরাম মহাকবি গুণধাম সদ। যারে সদয়। অভয় ।