বিদ্যাসুন্দরের বিবাহ । Ø ግ পরাভব মানি সুখী বীরসিংহ বালা । স্বয়ম্বর কান্তকণ্ঠে সমৰ্পিলা মালা ॥ উত্তম ঘটক সুন্দরের গাথা হার। বরকর্ভা কন্যাকর্তা চিত্ত দোহাকার ॥ পুরোহিত হইলেন আপনি মদন। ৰিদ্যালাপছলে বুঝি পড়ালা ৰচন। উলু দিছে ঘনঘন পিকসীমস্তিনী । নয়নচকোরী সুখে নাচিছে নাচনী ॥ ৰৱযাত্র মলয়পবন বিধুবর। মধুকরনিকর হইল বাদ্যকর ॥ কাস্তাকুচে জলদগ্নি বিচারিয়া কৰি।” করপদ্মে করে হোম স্নেহ করি হরি ( উভয়ত কুটুম্ব রসন ওষ্ঠাধর। পরস্পর ভুঞ্জে স্কুধ মুখেন্দু উপর ॥ যুগল নিতম্ব উরু জালালি ফকির। বিজাতীয় শব্দ করে কখয়ে মঞ্জীর । নুপুর কিঙ্কিণীজালে নানা শব্দ হয়। দুই দলে দ্বন্দ যেন চন্দনসময় ॥ পুনরপি গুন বিবাহের সমাচার। কামিনীর করুণ। ভাটের রায়বার ॥ সন্ত্রীক আইলা কাম দেখিতে কৌতুক । দম্পতিকে পঞ্চশর দিলেক যৌতুক । দম্পতিরে তুষ্ট হয়ে দম্পতি চলিল। দক্ষিণ পশ্চাতে হৰে সম্প্রতি রহিল :
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।