পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শৃঙ্গার উপক্রমে বিদ্যাব বিনয় । ৫৯ কুচপদ্মকলি করপদ্ম ধরে । তনু লোমাঞ্চিত রস-রঙ্গভরে ॥ চমকি চমকি কহে কি কর হে । নথ-ঘাতন-যাতন খেদ কহে | যুবরাজ এ কায তোমার নহে। নহি ধীর এ বক্ত, নহে পিব হে ॥ দর্শনে জলিছে সহেনা সহেনী । পুন তে। প্রাণ তে রহেনা রছেন । বঁধু জীবন জীবন দান কর । - গুণরাশি এ দাসার বাক্য ধর৷ রসকাল নহে হও কাল কেন । দেহু মৰ্ম্মপীড়া ছিছি কৰ্ম্ম হেন ॥ লাজ না বাস কি হাস বুক ফাটে। কি করে পিরীতে এ রীতে না আঁটে । ছাড় কান্ত নিতান্ত অশাস্তপন । প্রাণবল্লভ দুল্লভ স্বল্লভন ॥ কহ যে সহজে নহ যে সে ধারা । এহি কায অকায কুকায করা । ধর হাত কি নাথ পুনঃ পুনঃ হে । হৃদয়েশ বিশেষ কথা শুন হে ॥ একি সাধ কি সাধহ বাধ কহি । ভাব যেরূপ সেরূপ কিন্তু নহি ॥ প্রভু মন্তকর আমি পঙ্কজিনী । করি শুঙ্গার-যোগ্য বটে করিণী ॥