এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিপরীত শৃঙ্গার । VHO মিথ্যা কন্যা অবলা অবলা বোল ছাড় । নামমাত্র বালা দেখি ইচ্ছা বড় গাঢ় । মুখে মুখে ফাসফুস একি প্রেম ঈষ। আমরাই হইলাম ফুচক্ষের বিষ ॥ কেহ বলে তুমি মেন্সে হানফেনে বড়। ঘাগী বটে কত ঠাটে কথা দড় দড় ॥ কেহ বলে থেকে থেকে পড়ে যেন চীল । শুন নাই অচট ভূমের ভাঙ্গে খীল ॥ মৰ্দ্দ বড় শক্ত সই কেহ কেহ বলে । অনুমানি বুঝি ক্ষেতে সদ্য ফল ফলে । সহ্য নহে ক্রোধে কহে অালো আলি শোন । হানিয়া খাড়ার চোট ঘস্যে দিস লোন ॥ শিথিল অনঙ্গরস অঙ্গভঙ্গ দিয়া । হস্ত পদ পাখালিল বাহিরেতে গিয় ॥ পুনরপি শয্যায় বিহরে দোহে রঙ্গে । দোহে সমীরণ করে দোহাকার অঙ্গে ॥ পরস্পর অঙ্গে রঙ্গে লেপয়ে চন্দন। হেসে হেসে উভয়ত বদনচুম্বন। ঐকবিরঞ্জন এই কহে কৃতাঞ্জলি । শ্রীরামদুলালে মাতা দেহি পদধূলি ৷ বিপরীত শৃঙ্গার। ক্ষণেক অন্তরে কহে কবি মহামতি । বিপরীত রতি দান দেহ লে। যুবতি ॥