○8 বিদ্যান্থন্দর। নেকা ঢঙ্গ হয়্যে রাম কহে সেই কি । প্রকার শুনিয়া লাঞ্জে দাতে কাটে জি ॥ অস্তরে আনন্দ অতি সায় দিতে নারে । পুরুষের কায প্রভু রমণী কি পারে । বিদগ্ধ বট হে প্রভো বিজ্ঞ নিজে হও । কেমনে এমন কথা মুখ ভরে কও ৷ সাতারে হাপায়্যে শেষে স্রোতে ঢাল গা । সেইরূপ চেষ্টা পাও মনে আছে যা ৷ এ কথা না ভুলি আর মরমে রহিল । এখন সময় নহে কালেতে হইল ॥ মিছা পরিহাস হাস কিবা প্রিয়ে ভাষ । ভাবে বুঝি ভৰ্ত্তাবধে ভয় নাহি বাস ॥ লঙ্ঘনে স্বামীর বাক্য জন্মে মহাপাপ। সুধাংশুবদনে শীঘ্র শাস্ত কর তাপ । বিদ্যা বলে পায় পড়ি সে কি এত মধু । গণিকা ত নছি প্রভু হই কুলবধু ॥ কবি কহে যে কহ সে কহু প্রাণপ্রিয় । রক্ষণ কর বিপরীত রতি দান দিয়"॥ নহিলে হে তাহা আমি যদি মরি আজি। ৰাস্ত কান্ত শাস্ত হও হইলাম রাজি। লাজের কুয়ারে ধনী ভেজায়ে কপাট । প্ৰবৰ্ত্ত প্রকৃত কার্য্যে তবু নানা ঠাট। ৰিগলিত জম্বনে সঘনে বেণী দোলে। যেন পূর্ণশশী পূর্ণশশী করে কোলে ৷
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।