পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سbرئ বিদ্যান্থন্দু । পতির বিরহে সতী অতি দুঃখযুত । জাগিয়া মামিনী পোহাইল নৃপসুত ॥ পরদিন উপনীত সুন্দরীর বাসে ॥ কান্তমুখ হেরি মুখ যত্নে"টাকে বাসে । ধরি হাত দিয়া মাথে কত দিলা কিরা । ন। কহে বচন রামা নাহি চায় ফিরা ॥ নয়নসলিলে ভাসে অঙ্গের বসন। মানভঙ্গ না হয় বিমর্ষ বিলক্ষণ ॥ বিচারিল মনে মনে এক যুক্তি আছে। কপটে নিকটে গিয়া তৃণ দিয়া হাচে ॥ মৌনব্ৰত-ভঙ্গ-ভয়ে না কহিল জীব। তাড়ঙ্ক দোলায়ে বালা চিন্তা করে শিব ॥ অপ্রতিভ যুবরাজ অধোমুখে রহে । মৃদু মৃদু হাসি পুনরপি কিছু কহে ॥ রোদন করছ প্রিয়ে না করি নিষেধ। আমার হৃদয়ে সবে এই মাত্র খেদ ॥ গলিত সাঞ্জনধারা তাহে স্নান মুখ । চিরদুঃখ গেল চিত্তে চালোর কৌতুক ॥ সহজে কলঙ্কী সে তবাস্য সম নহে । লজ্জা ভয় দুই হেতু দিবা গুপ্তে রহে ॥ কদাচ না কহি কাস্তে মিথ্যাকথাগুলা । হের হিমকর প্রিয়ে ও বদনতুল ॥ী ক্রোধে প্রিয়তমে তব তবে কিবা কাষ । আহারে ও ব্যবহারে কার আছে লাজ ॥