পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণীর নিকট বিদ্যার গর্ভবার্তা প্রদান । ৭১ ভাল ভাল বলিয়া সর্থীর উঠে বেড়ে । কেহ বলে তোরে মেনে প্রাণ দিব কেড়ে ॥ রাণীর নিকটে সব সহচরী যায় । ভূমিষ্ট হইয়। তারা প্ৰণমিল পায় ॥ শ্ৰীকবিরঞ্জন বলে কাল কৃপামই । আমি তুয়া দাসদাস দাসীপুত্ৰ হই ॥ সখীগণ কর্তৃক রাণীর নিকট বিদ্যার গৰ্ত্তবার্তা প্রদান । আশীৰ্ব্বাদ করিয়৷ জিজ্ঞাসে রাণী সতী । ভালতো গো আছে মোর বিদ্যা গুণবতী ॥ চিরদিন দেখি নাই সে চাদবয়ান। বড়ই দুরাত্মা আমি হৃদয় পাষাণ ॥ তোমরাও ভাল মনদ না কহ সংবাদ । না জানি ঘটিল আজি কিবা পরমাদ ॥ উষাকালে এসেছ অবশ্য হেতু আছে । আমার শপথ লাগে সত্য কহ কাছে ॥ বিরসবদনে কেন বসিলা নিকটে । প্রাণ করে উড়, উড়, হেরে বুক ফাটে । নিদ্রায় দুঃস্বপ্ন দেথি ডানি চক্ষু নাচে । বড় ভয় বৃদ্ধকালে শোক পাই পাছে । সহচরীগণ বলে শুন ঠাকুরাণী । কি রোগ জন্মিল আর কারণ না জানি ।