পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোটালকে ধরিতে অনুমতি । নহে সুখী সুমুখী নিরখি নন্দিনারে । আসম্বর অম্বর অস্বর পড়ে শিরে ॥, জ্ঞানহার। তারকার ধারা শত শত । গোযুগে গলিত ধারা তৃষ্ণানিষ্ঠ। গত ॥ বিগলিত কুন্তল জলদপুঞ্জছটা । নিরানন্দ গতি মন্দ জিনিয়া বরট । ভূপ উপে উপনীত মলিন বদন । সন্ত্রমে জিজ্ঞাসে শাস্ত্র ধরণভূষণ ॥ বিমল কমলমুখ স্নাল কেন কবে । আদ্য কাস্তে ক্লতাস্তে নিশান্তে কারে লবে। শিরে হানি পাণি রাণী বলে কব কি । শুন পৰ্ব্ব গৰ্ব্ব খৰ্ব্ব গৰ্ত্তবর্তী বি ॥ কি বল কাপিয় উঠে মুখে উড়ে ফাঙ্কা । ভাবনায় ভাতি ভিন্ন ভূপ যায় ভাঙ্ক ৷ সমুলে রুষিল যেন মাতাল মাতঙ্গ। স্বযুপ্তিসময়ে যেন দংশিল ভুজঙ্গ । অকস্মাৎ ৰজাঘাত নিকটে যেমন । সেইরূপ শুনি ভূপ মহিলাবচন ॥ আপাদ পৰ্য্যন্ত অগ্নিশিখা যেন দহে। কোটালের কৰ্ম্ম এই আর কারু নহে ॥ আরবীয় দরবার মধ্যে গিয়া ভূপ। কাপে গুরু উরু ওষ্ঠ লোচন বিরূপ ৷