কেতিয়ালের বিনয় । ዓ፭› ক্রোধে কহে তোমর। সওয়ার দশ যাও । এহি ওক্ত মেরে পাশ বাঘাই মাঙ্গাও ৷ যে হুকুম বলিয়া সওয়ার দশ লড়ে। কেহ তাজি ভুরকী টাঙ্গন পৃষ্ঠে চড়ে ॥ দড়বড় গড় পাড়ে উঠাইয়া ঘোড়া । রজপূত যমদূত গোপে দেয় মোড় । ঘেরে কোটালের বাড়ী কহে বেহেসাব । কাহা কোতেীয়tলগিরি নেকাল সেতাব ॥ বৈঠকখানায় কোতোয়াল শুয়ে খাটে । সোয়ারের ঘটা দেখি ভয়ে মাগ ফাটে, ধুতি পরি লেঙ্গ শির হইল হাজির । অমনি ঢেকায় করে বেড়ার বাহির ॥ পাছে থেকে মারে কেহ বন্দুকের হুড়া । আকটে পাপোস’ মারে হাড় করে গুড়ি কোটগলমহিলা কান্দে করে হায় হায় । এক দণ্ডে নিয়া গেল রাজার সভায় ॥ নিকটে নকীব ছিল করিল জাহির । নজর দৌলত এই বাঘাই হাজির ॥ প্রসাদে প্রসন্না হও কালী কৃপ্লামই । আমি তুয়া দাসদাস দাসীপুত্ৰ হই । কোতায়ালের বিনয় । মোনরূপে ভূপ আছে কোতোয়াল খাড়া কাছে কোপে কহে ঘন বাহু লাড়া ।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।