b← ö বিদ্যাসুন্দর । কুকুরে প্রশ্রয় দিলে কান্ধে চড়ে এক তিলে বিশেষ কহিব কিবা বাড়া ॥ ক্রোধে কাপে মহীপাল কহে গুরে কোতোয়াল বুঝিলাম তোর নাহি দোষ । যেমন যুগের ধৰ্ম্ম তেমন উচিত কৰ্ম্ম মিছামিছ আমি করি রোষ ॥ কারে কব কাব্য কহ যে যাহারে সঁপে দেহ সে নাকি তাহার কাটে :ির । করিয়া হারামখুরি পশিয়া আমার পুর। রাজ্যে চুরী নাকে দিব তির ॥ মনেতে আগুণ জলে পুনঃ পুনঃ কটু বলে শাস্তি নহে আরে ক্রোধ বাড়ে । বিষম বিষয়ে মত্ত না লও বিদ্যার তত্ত্ব সবংশে গাড়িব এক গড়ে ॥ সুরাপানে রাগরঙ্গে থাক বারবধুসঙ্গে অধৰ্ম্মে একান্ত পূর্ণ দৃষ্টি । বিশ্বাসঘাতকী বেটা হেন কাষ করে কেট এই পাপে যাবে তোর স্থষ্টি । কোতোয়াল বিদ্যমান থরথর র্কাপে প্রাণ। ধীরে কছে কি করেছি আমি ; . ক্রোধ সম্বরণ কর সকলি করিতে পার মহারাজ আপনি ভূস্বামী । বিষ খেতে দেন মাতা ধন লোক্তে বেচে পিতা জাতিবাদ যদি দেয় দারা ।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।