পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ বিদ্যাসুন্দর । পিছে দিল মঙ্গাসল সরিবারে এক তিল নারে সিয়ার হসিয়ার ॥ সদা পুটাঞ্জলি-পাণি শ্রীকবিরঞ্জন-বাণী বিমুক্ত কর গো মায়াপাশে । ভবসিন্ধু পার হেতু অভয় সেতু উমা আমি উর গে। নানসে ॥

ം സ്കൂ.-് .ു. --l...

কোটালিনীর অন্তঃপুরে গমন ও রাণীর সহ কথা । কঠিল বিরূপ ভূপ দুঃখে অঙ্গ দহে । ঘুণ বড় ঘরে গিয়া ঘরণীকে কহে ॥ সৃষ্টিলোপ হয় প্রিয়ে কার মুখ চাও । এইক্ষণে রাণীর নিকটে তুমি যাও । বিদ্যার মন্দিরে কিবা ভ্ৰব্য গেল চোরে । সেই দোযে সবংশে কাটিবে রাজা মোরে ॥ শ্রতমাত্র বিলম্ব না করে একটুক । অমনি চলিল ত্ৰস্ত ভয়ে কাপে বুক । নানা উপহারদ্রব্য সংহতি লইল । অবিলম্বে রাণীর নিকটে উক্তরিল ॥ ভুমে লুঠি প্ৰণমিল করি ষোড় পাণি। পরম দুঃখিত। রাণী না কহেন বাণী । সে ধারা দেপিয়া তার হাঁদে জন্মে ভয় । সকরণে কোটাল-মহিলা তবু কয় ॥