এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চোরধরণার্থ কোটালের দৌরাত্ম্য। ৮৭ দেখো এহি ষাও ওহি চোর পাও মেনে গারি গাও কহে মুঝে ভূপ সে বাত সরূপ আবি রহ চুপ জি এক ঘরি । চলে কেত্তে ঠাট হাকে কাট কাট ভরে পুর বাট খেলাওব যোহি লই ধূলি তীেহি পড়ে সোর্কাহি হাম চোর ধরি ॥ হে ফৌজ হাজার জাপাএটে বাজার লোক হোয়ে লাচার ফুকারে দোহাই কাহে লুট ভাই হজুরমে যাই ক্যাকিয় ঠে। চুরী। কহি কহে আঁটি ইসে আগু হাট মুড়ায়ে গ হারাম কি হাড় আভি ফাড় মারো উস্কা দোহাই তেরি ॥ কহে কবি রাম হে ৷ পামর হাম তারা তোরে নাম পড়া হে লাচা র ওহি পদ সার মুঝে কর পার গমন কে ডরি ॥ -مم-سیسم- مییابیم. চোর ধরণার্থ কোটালের দৌরাত্ম্য । চোর হেতু ঘরে ঘরে বিষম বেদাতি করে বিদেশীকে বেন্ধে মারে ফোড়া। যাহার বাটীতে থাকে ইটে খাড়া করে তাকে কোটালিয়া বিনষ্টের গোড় ॥ স্তব্ধ হয় সব লোক দিবারাত্রি ভাবে শোক উৎপাতের সীমা কিছু নাই ।