এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Ե-Ե» বিদ্যাস্ত্ৰন্দর । শিষ্ট লোক যত ছিল আগে আগে পলাইল দূরদূরে গেল ঠাই ঠাই ॥ গাদাও সহর তায় কত লোক আইসে যায় সদা দেখা পথিকের সাতে । ফাটকেতে রাখে বন্দী কে বুঝে তাহার ফন্দী সাবল তাওইয়্যা দেয় হাতে ॥ মেগে খায় যারা যারা তা সবার অন্ন মারা ভয়ে কেহ সহরে না চোকে । পড়্যা পড়্যা থাকে মাঠে কত বা নদীর ঘাটে তন্মসারা মাছি পড়ে মুখে ॥ নিশিতে প্রহর বাজে তার পর কেহ কীযে দুই চারি দণ্ড যদি থাকে । সে যেন প্রকৃত চোর দুঃখের না থাকে ওর সারা রাত্ৰি হাড় ঠক্য রাখে। যে বেটার ছেচ বোচা বড় বড় লম্বা কোচ। হয় কোটালের হরকরা । বুকে টোক দিয়া কয় বসে থাক মহাশয় একে দিনে যাবে চোর ধরা ॥ হর্ষযুক্ত কোতোয়াল মাথায় জড়ায় শাল পিট ঠক্যা কতে ভাই রহ । cচার ল্যানে সকে যব অার ভি ইলাম তব দেওঙ্গ ফেকের এস্কা কহ ॥ হজুরে নালিশ রোজ রাজা ভাবে বুঝি খোজ কোনরূপে পেয়েছে বাঘাই ।