বিদ্যাসুন্দর । কত পাটনির ঠাটে খেয়া দেয় ঘাটে । কত বা দানির ছলে দান সাধে মাটে । দশ বিশ জনে ধরে ব্রজবাসি-বেশ । কত সবচুল কত মুড়াইল কেশ ॥ কটিতে কেীপীনমাত্র তাহাতে গিরস । সদা করে কেবল ভক্ষণ নামরস ॥ গৌড়রাজ্যে গোড়াগুলা চলে যে যে ঠাটে । সেরূপে ভ্রময়ে কত হাটে ঘাটে মাটে ॥ খাস চীর বহিৰ্ব্বাস রাঙ্গা চিরা মাথে । চিকণ ওঁধড়ী গায় বাকী কোৎক। হাতে ॥ মুঞ্জ-গুঞ্জ-ছড়া গলে ঠাই ঠাই ছাব। দুই ভাই ভজে তার স্বষ্টিছাড়া ভাব ॥ পৃষ্ঠদেশে গ্রন্থ ঝোলে খান সাত আাট । ভেক লোকে ভুলাইতে ভাল জানে ঠাট । এক এক জনার ধুমড়ী দুটি দুটি । দুই চক্ষু লাল গাজী ধুনিবার কুটী ॥ ভূগলামি ভাবে ভাব জন্মে থেকে থেকে । বীরভদ্র অদ্বৈত বিষম উঠে ডেকে ॥ সে রসে রসিক নবশাক লোক যত । উঠে ছুটে পায় পড়ে করে দণ্ডবত। সমাদরে কেহ নিয়া যায় নিজ বাড়ী । ভালমতে সেবা চাই পড়ে তাড়াতাড়ি ॥ গোষ্ঠীস্থদ্ধ খাড়া থাকে বাবাজির কাছে। মনে মনে ভয় অপরাধী হয় পাছে ॥
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।