চরসমূহের ছদ্মবেশে চোর অন্বেষণ । ৯১ নানা রস ভুঞ্জয় শোয়ায় দিব্য খাটে । শেষে মেয়ে পুরুষেতে পত্ৰশেষ চাটে । বৈষ্ণববন্দন গ্রন্থ সকলে পড়ায় । ছত্রিশ আশ্রম-নিয়া একত্র জড়ায় ॥ কেমন কলির কৰ্ম্ম কব আর কি। মজাইল গৃহস্থের কত বহু বঁী ॥ শতাবধি জনে হয় থাস। রামানন্দী । অঙ্গ সঙ্গোপনে তারা ভাল জানে সন্ধি ॥ পাচ হাতিয়ার বান্ধী বিষম দুরন্ত। জনেক তাতার মধ্যে প্রাচীন মহাস্ত ॥ " দেবল দেখিলে যেন পায় ভক্ষ লাড় । ধাক্কা মেরে ফেলে দিয়া কেড়ে লয় গাড় । মার পিটে ধূমধাম করয়ে লহর । ভয় নাই লুট্য খায় রাজার সহর । কেহ বা বিষম বাকা জালালি ফকার । কাকালে কুঠার গাথ পায়েতে জিঞ্জির ॥ বঁ হাতে লোহার খাড় শিরে পাগ কালা। কান্ধে ঝুলী গলে কত তর তর মালা ॥ যার বাট যায় তার নাকে আনে দম। কয়েফেতে চুরচুর নদীরদ গম। কত অবধৌত কত যতি ব্ৰহ্মচারী। হাজারে হাজারে ফিরে নানা ভেকধারী। হেকমতে কতগুলা হুইল কাঙ্গালি। মর পারা পড়্য পড়া থাকে গলী গলা ।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।