বিদ্যান্থন্দর। লোকে শিক্তসিলে কেহ নাহি কাড়ে র । দুই চক্ষু বুজে থেকে থেকে করে হা ॥ মেয়ে হরকরা গুহুস্থের ঘরে ঘরে । চোর অস্বেযণ করে কত মায়া ধরে ॥ নিদ্র। নাহি যায় লোক কোটালের ডরে। খেতে শুতে শান্তি নাই কখন কি করে ॥ সন্ধ্যার সময় বড় পড়ে তাড়াতাড়ি । রজনীতে কেহ নাহি যায় কারু বাড়ী ৷ পূৰ্ব্বমত গানবাদ্য নাহি রাগরঙ্গ । মহাভয়যুক্ত লোক সদা রঙ্গ ভঙ্গ ॥ ঐকবিরঞ্জন কহে কালী কৃপামই। আমি তুয়া দাসদাস দাসীপুত্র হই। বিছু ব্রাহ্মণীর বৃত্তান্ত । নী মিলে চোরের তত্ত্ব গেল পঞ্চদিন । ভয়যুক্ত কোতোয়াল বদন মলিন ॥ ষ্টীর রায় নামে এক কোটালের খুড় । বয়স বিস্তর বড় বুদ্ধিমান বুড়া ॥ কহে বাপু ফেন হাপু গণ যুক্তি আছে। সঙ্গোপনে যাও বিছ ব্রাহ্মণীর কাছে ॥ তাছার অসাধ্য কৰ্ম্ম ভূমণ্ডলে নাই। অবগু চোরের তত্ত্ব পাবে তার ঠাই ॥ এ কথা শুনিয়া কোতোয়াল কুতুহলী। শিরে বন্দে প্রযত্বে পিতৃব্যপদধূলি।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।