বিহু ব্রাহ্মণীর বৃত্তান্ত । ఫిలి চলিল বাঘাই এক মধ্যাহ্নসময় । উপনীত সেই বিদুবাহ্মণী-নিলয় ॥ অষ্টাঙ্গে প্রণাম করে কৃতাঞ্জলি রহে । বৈস বাপু কিছু মৃদু হেসে হেসে কহে ॥ কোন ঘাটে মুখ আজি ধুয়েছিনু মুই। বৌও বেটা বুঝেছি নিষ্ঠ, বড় তুই ৷ ভাগ্যধর হবে বাপু কুড়ায়েছি ফুল । স্ববচণ্ডী পূজে কত ছিড়িয়াছি চুল ৷ পঞ্চম বৎসরে তোর মা মরে যখন । মৃত্যুকালে হাতে হাতে পেছে তখন। এবে বtছ। ঠাকুরালী দেশের ঠাকুর । আমি সেই ভাব ভাবি তুমি সে নিষ্ঠুর ॥ কোতোয়াল কহে মাসি মিছা কথা থো। বিপাকে পড়িয়া তোর মরে বহীন-পে ॥ শুনিয়া থাকিবে গো বিদ্যার সমাচার । এ ঘোর সঙ্কটে মোকে করহ নিস্তার ॥ তোমা বই গতি নাই পৃথিবীতে মোর । পূজিব চরণ দুটি যদি পাই চোর। বিহু বলে হাসি হাসি এত বড় দায়। আজি যাও কালি চোর মিলিবে তোমায় ॥ বাহু তুলি কুতূহলী নাচে নিশিনাথে। আকাশের চাঁদ যেন পায় নিজ হাতে ॥ কোটাল চলিয়া গেল আপনার ঘর । বিহু যায় বিদ্যা বিনোদিনীর গোচর ॥
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।