পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিছর নিকটে কোটালের নিরাশ্বাসে মাঘাইর হিতোপদেশ । অৰ্দ্ধ ক্রোশ পথ চারি দণ্ডে গেল চলি । অমনি পড়িল শেষে মরি মরি বলি ॥ আমলিল শরীর উঠিতে শক্তি নাই । কেন্দে কহে এত দুঃখ দিল হে গোসাই ॥ প্রভাত হইল নিশা নিশানাথ আসি । দুয়ারে দাড়ায়ে কহুে কি কর গো মাসি ॥ কোথায়ে কোথায়ে কহে আরে বাপু মরি। অতি বুদ্ধে পোদে দড়ি তার ভোগ করি ॥ স্বার্থ নাহি পরার্থে যে করে পরানিষ্ট । দেবতা তাহারে দেন বিধিমত কষ্ট ॥ যে জাতীয় দুঃখ দিল নৃপতির ঝি । মেয়ে জাতি পাপমুখে কব আর কি ॥ সেটে ধরে আঁটে কিল মৰ্ম্মে পাই পীড়া । কৰ্ম্মকারে পিটে যেন বড় লোহা ভিড় ॥ গালে গু তা গণে গণে গোট। বিশ গায় । শরীরেতে সহে কত কাষ্ঠ ফেটে যায় ॥ অস্থানে গন্তানগুল শাস্তি দিল বড়ি । স্বস্থানে প্রস্থান ইচ্ছ। শক্তি নাই লড়ি ॥ বিদুবাক্যে বিস্তর হাসিল নিশানাথ । ক্ষমা কর মাসি বল্যে ধরে দুটি হাত ॥ বস্ত্র দিল একখানি টাকা দিল দুটি । বিদায় মাগিল কিন্তু লাগে ছটফটী ॥