পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X o o বিদ্যাসুন্দর । কোটালের ও মুচয় আছিল নিকটে । সিন্দরের চিহ্নে বুঝে চোরের এ বটে। দৌড়ে যেয়ে ধাড় ধরে দেয় পাকনাড়। তখনি কাপড় দিয়া বন্ধে পঠমোড় ॥ ঢেকাইয়া নল বথ কোতোয়াল আছে। সিন্দরে চিহ্নিত বস্ত্র ফলে দল কাছে ৷ কোপে কোতোপ্পাল কহে মুখে লাগে খুৰী। কাছ চোর সেতাব বাতাওগে বে বুবা ॥ কোই কহে সাহেব জ রহে এক সাত। ইকাকত বুঝ। জগে৷ কহনে দেও বাত ॥ করপুটে সম্মুখে রজক কহে বাণী । কার বস্ত্র ভালমন আমি তো না জানি ॥ । কালি রাত্রি মোর বড় এসেছিল হীরা। বস্ত্ৰ দিয়। বিস্তর দিলেক মাখ করা ॥ যে পাও দ্বিগুণ তার পাব মোর ঠাই । লুকায়ে কাচিব যেন কেহ দেখে নাই ॥ ইহা বই আমি নাহি জানি মহাশয় । অবিচারে নষ্ট কর উপযুক্ত নয় । বাত এস্কা এহি হ্যায় চল ওস্কা পাশ । বে তস্কির বেচার কে দেওজী খালাস ॥ ওকে নিয়া মাথtয় বান্ধিয় দিল চিরা । যtও শীঘ্র কি জানি পলায় পাছে হীরা ॥ কালান্তক যম যেন কল্পি-পৃষ্ঠে উঠে। মুখপানে তাকাইতে গায়ে ঘৰ্ম্ম ছুটে ।