এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চোরধরণাথ সুড়ঙ্গ খনন । N (V ওই চোর চোর করি ধরিতে চলিল । ধ্যান ভঙ্গ কাপে অঙ্গ সুড়ঙ্গে পশিল ॥ শ্রীকবিরঞ্জন বলে কালী কৃপামই। আমি তুয়া দাসদাস দাসী পুত্র হুই ॥ অনিমিখে নিন্মথে বিবর নিশানাথ । অদ্ভুত মানিয়া চক্তে নাকে দেয় হাত ॥ কেহ বলে এই চোর নাগলোকে থাকে । কেহ বলে তবে ধরা না গেল ইহাকে ॥ ঈষৎ হাসিয়া কহে কোটাল বাঘাই। " আমি যাহা বলি তাহ! শুনহ সবাই ৷ এই পথে আসে যায় বিদ্যার নিকটে । সায় দেয় সবাহ স্বরূপ কথা বটে ৷ দেউড়ি জিনিয়া কেহ প্রবেশে বিবরে। হাত পাচ সাত গিয়া হাপাইয়া মরে ॥ আকুরে হুকুরে পুনঃ উপরে উঠিল । বাপু বাপু এখনি পরাণ গিয়াছিল ৷ যে পার সে যাও ভাই খাও জায়গীর। বিদ্যার মন্দির নহে চোরের মন্দির । খন্দক খনিতে করে কোটাল হুকুম। সহরে পড়িল বড় বেগারের ধুম। যারে পায় তারে ধরে গালে মারে চড়। পলাবে বলিয়া রাখে কাড়িয়া কাপড় ॥