পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যা বাক্যে তুন্দরের নারিবেশ ধারণ । নিরথিয়া পতি সতী অতি দুঃখযুত । সজলনয়নে কহে বীরসিংহস্থত। অমনি কোটাল আসি দেখিবে তোমারে । রমণী নিমিত্তে কিছু না কবে আমাকে ॥ ধরিবে মারিবে প্রাণ একান্ত ভূপাল। পশ্চাতে উপায় নাহি গৰ্ত্তে মোর কাল ॥ তুমি নষ্ট হবে নষ্ট জন্ম অভাগীর । বিজ্ঞ বট প্রভু বিবেচিয় কর স্থির ॥ এক নিবেদন করি অবধান কর। দোষ নাহি প্ৰভু তুমি নারিবেশ ধর । আপনি ঈশ্বর ধরি মোহিনীর বেশ । ভুলাইল কামরিপু ঠাকুর মহেশ ॥ ভীম পরাক্রম ভাম শমন দোসর । নারীবেশে বধিলা কীচক বীরবর ॥ স্বৰ্য্যবংশে জন্মে দশরথ নামে ভূপ। বিপদ সময়ে রাজা ধরে নারীরূপ ॥ জাতি প্রাণ হেতু লোক তঞ্চ করে নানা । পরিণামদর্শী যেবা কি তার যন্ত্রণ ॥ সধৰ্ম্মিণী হাক্য শুনি সায় দিলা রায়। সুন্দরী সমুহ সুখে মুন্দরে সাজায় ॥ অ চড়ে চিরূণে চারু চাচর চিকুর। ললাটে সিন্দুর শোভা তম করে দুর ॥