পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

): ভূমিকা । তিমির গর্ভে নিহিত থাকে- তখন তাঙ্গ সাধারণে দেখিতে পায় না বলিয়া কি তাহাকে নিকৃষ্ট বলা যায় ? সুতরাং র্যাহ্বার কবিরঞ্জন বিদ্যাম্বন্দর এতদিন সাধারণে আদৃত হয় মাই বলিয়া, তাহা নিকৃষ্ট কাব্য ও সেই জন্য তাই পুনরুদ্ধারের আবর্তক নাই এরূপ মনে করেন, র্তাহার। ভ্রান্ত । সকল শ্রেষ্ঠ কাৰ্যই কোন না কোন সময়ে এইরূপ বিস্কৃতির তিমির গর্ভে লীন হইয়া যায়—চক্রের পরিবর্তনের ন্যায় যুগভেদে, শিক্ষা ও সংস্কারের পরিবর্তনের সহিত সে সকল কাব্যেরও অদৃষ্ট চক্র পরিবর্তিত হইতে থাকে। যখন রোম রাজ্য ধ্বংস হইয়। ইউরোপে তমোযুগ Dark Age আরস্ত হইল –তখন কয়জন লোক ইলিয়ড়, অড়েদি, ওভিড, কেটালস প্রভৃতি শ্রেষ্ঠ ল্যাটিন কবিদিগের কাব্য পড়িত ? পৰ্ব্বতগুহায় সংসারত্যাগী মঙ্গদের নিকট সেই সকল পুস্তক লুকাইত থাকিত— লোকে তাহীদের নাম পর্ম স্ত ৪ জানি ত না । বিলাতের এমন যে সেক্ষপীয়র, তাছাই কতকাল পিউরিট্যান ধৰ্ম্ম সম্প্রদায়ের জালায় লোকের অপাঠ্য হইয়াছিল । আমাদের এ হেন কালিদাসের কাব্য ও ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে কেবল “উপমা কালিদাসস্য” বলিয়া অাদৃত ছিল । সুতরাং কালবিশেষে কাব্য বিশেষের প্রতি লোকে অনাদর করিয়াছে বলিয়। -তাহাই সে কাব্যের নিকৃষ্টতা সম্বন্ধে যথেষ্ট প্রমাণ হয় না । 象 সে যাহা হউক কবিরঞ্জন বিদ্যাসুন্দর কোন শ্রেণীর কাব্য তাহ পূর্বে বলা হইয়াছে। এক্ষণে দুই একটা দৃষ্টান্ত দিয়া, কাব্যের অন্তর্গত সৌন্দৰ্য্য দেখাইয়া সে কথা পরীক্ষা করা যাউক । 爱 কিন্তু তাহার পূৰ্ব্বে আর একটী কথা বলা অবিস্তক। ভারত ও প্রসাদ, দুই জন শ্রেষ্ঠ কবিই বিদ্যান্থনীর কাব্য লিখিয়াছেন। ইহ ব্যতীত প্রাণ বাম চক্রবন্তী নামক আর একজন বাঙ্গালী কবি ইহঁাদের বহুকাল পূৰ্ব্বে কালিকামঙ্গল নামক কাব্যে এই বিদ্যামুন্দর উপাখ্যান সন্নিবেশিত করেন। এখন কথা হই তেছে এই উপাখ্যানের মূল কোথায় ? এ সম্বন্ধে পণ্ডিত রাম