পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃন্দরের মরিবেশ ধারণ ! a সহজে সুন্দর মুখ বিনিৰ্ম্মল ইন্দু । চন্দ্র মধ্যে চন্দ্রদীপ্ত সুচন্দন বিন্দু ॥ দশন মুকতাবলি ওষ্ঠ বিম্বফল । শতনরী হার গলে শ্রবণে কুণ্ডল । চঞ্চল নয়ন কোণে কত কামশর । বস্ত্রাবৃত দাড়িম্ব যুগল পয়োধর । ভূষণে ভূষিত তনু যেখানে যা সাজে। হেরি রূপ রূপবতী নতমুখ লাজে ॥ মুনারী বলিয়া বড় ছিল অভিমান । সুন্দর সুন্দর রূপে গেল সেই ভান ॥ • বসনে ঢাকিয়া মুখ কহে সহচরী। কাহার রমণী গো নিছুনি লয়ে মরি ॥ নিশিযোগে যদ্যপি পুরুস করে বিধি । বুক ছাড়া কে করে এ হেন রসনিধি । কহে হাসি গুণরাশি সত্য বটে সই। ইচ্ছা হয় কিছুকাল এই দেশে রই ॥ বাঘাই কোটাল উপস্থিত হেন কালে । সসৈন্ত ঘেরিল পুরী চৌদিক নেহালে ৷ সকলি রমণী ঘটী পুরুষ না দেখৈ ॥ বুদ্ধিহারা ভাক্কা পারা ধূল উড়ে মুখে ॥ সাহসে করিয় ভর বিচারিল মনে । নারীরূপে আছে চোর সহচরী সনে ॥ ঐকবিরঞ্জন কহে কালী কৃপামই । আমি তুয়া দাসদাস দাসীপুত্র হই।