পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খন্দক লঙ্ঘনাথ বিদ্যার সহ কথ। । ১১১ ভক্তিযুক্ত প্ৰণমিল মুনীন্দ্র চরণে । মুনি বলে যাব শীঘ্র রাম সম্ভাষণে ॥ মুনিবাক্যে মহাবীর কম্পিত শরীর । কোনরূপে চিত্তে বিবেচনী নহে স্থির ॥ যদি দ্বার ছড়ি মুনি যান সম্ভাষণ। শ্রীরামের আজ্ঞা তবে হইবে হেলন ॥ একান্ত বিহিত নহে গমনাবরোধ। ংশ নষ্ট হবে মুনি যদি করে ক্রোধ ॥ ত্যজ্য হব যদ্যপিচ অামি যাই তথা । সেই ভাল প্রভুকে জানাই এই কথা। মুনি প্রবোধিয় গেল। রঘুনাথ কাছে। কাল কহে প্রভু তব আজ্ঞা পুৰ্ব্ব আছে ৷ এইক্ষণে ত্যাগ বর ঠাকুর লক্ষ্মণ! মহা শোকাকুল চিত্ত কমললোচন ॥ সত্যবন্ধ হেতু প্ৰভু বজ্জিল লক্ষ্মণ । সরযুর নীরে বীর ত্যজিলা জীবন ॥ সৌমিত্রেয় শোকে প্রভু সম্বরিলা লীলা । রামায়ণে মহামুনি বাল্মীক রচিলা ॥ সত্য সত্য পুনঃ সত্য শুন প্রাণপ্রিয়া । প্রাণ গেলে সল্লোকে কি করে দুষ্ট ক্রিয়৷ সেই রাজা যুধিষ্ঠির তার শুন কৰ্ম্ম । বকরূপে যেকালে ছলিলা তারে ধৰ্ম্ম ॥ প্রশ্ন যদি কহিলেন কুন্তীর নন্দন । , তথাপি কপটে এভু কহেন বচন ॥