পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼ$ বিদ্যাসুন্দর । তুষ্ট হইলাম তুমি বর মাগে। যাই। যারে ইচ্ছ। তাহে চাহ জীবে এক ভাই। ধৰ্ম্মবাক্য শুনি ধৰ্ম্মপুত্র যুধিষ্ঠির । পরিণামদশী রাজা করিলেন স্থির ॥ । সহদেব নাহি জীয়ে অথবা নকুল । তবে তো নৈরাশ তার মাতামহকুল ৷ কিঞ্চিৎ থাকিয়া কহে সৰ্ব্ব গুণযুত । বাচাও জনেক প্রভু ভাই মাদ্রীস্বত ॥ ধৰ্ম্মনিষ্ঠ বুঝি ধৰ্ম্ম দিলা সাধুবাদ । চারি ভূাই জীয় উঠে ঘুচিল প্রমাদ ! জমদগ্নি সুত জমদগ্ন্য মহাবীর । জনক আজ্ঞায় কাটে জননীর শির ॥ পিতৃতুষ্টে পুনরপি পাপপুঞ্জে মুক্ত। মিথ্যা কথা নহে মহাভারতেঁতে উক্ত ৷ সত্যবাক্য রক্ষা পায় যদি যায় প্রাণ । সেও ভাল পরকালে পায় পরিত্রাণ ॥ সত্য হীন ধৰ্ম্ম হীন বৃথা জন্ম তার । যতো ধৰ্ম্ম স্ততে জয় বাক্য সারোদ্ধার ॥ শ্ৰীকবিরঞ্জন কহে কালী কৃপামই। আমি তুয়া দাস-দাস দাসীপুত্র হই॥ 1-صعيـد مــم = مسبب مطيع. চোর ধরণ । অশ্বথামা হত প্রিয়ে ক1হলে বচন । সেই পাপে নৃপতির নরক দর্শন ।