পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চোর ধরণ । >>○ অবিচারে রঘুনাথ বালী কৈলা বধ । ব্যাধরূপে তার শোধ লইল অঙ্গদ ॥ কৰ্ম্মভোগ কার খণ্ডে ধরণীমণ্ডলে । অদ্য কে কোথায় থাকে রামচন্দ্রে ফলে ॥ মম হেতু নষ্ট হবে সবংশে কোটাল । কহ প্রিয়ে কি রূপে রহিবে পরকাল ॥ বিদ্যা কহে প্রাণনাথ cয কহ সে বটে। কি কথা কহিবে গেলে ভূপতি নিকটে ॥ সুন্দরীর বাক্য শুনি সুন্দরের হাস। সহজে বালিক। তুমি গণিছ হুতাশ ॥ ভবিষ্যৎ কৰ্ম্ম এইক্ষণে কেন ভাবি । তখনি তেমন কব যে কহান দেবী ॥ কোন চিন্তা নাহি মত্ত-কুঞ্জর-গামিনী। দুঃখ দূর করবেন পুরারি কামিনী ৷ ভক্তিভাবে ভাব ভয়-রাঙ্গা ভাঙ্গা পদ । শক্তি কার কালিকার দাসে করে বধ ॥ করাল-বদনী বলি বাড়াইল পা । হেরি পতি রূপবতী ভয়ে কাপে গা ॥ দক্ষিণ চরণে তরি দাড়াইল পাড়ে । ব্যাঘ্রপ্রায় কোটাল পড়িল গিয়া ঘাড়ে ॥ সুরত্ব ভুষণ যত টানি ফেলে দূরে। কৌতুকে কোটাল নাচে সিংহনাদ পুরে ॥ কেহ বা বড়শি হানে কেহ তরোয়ার । ঘিরিল কোটাল ঠাট নাহিক নিস্তার ॥