>>8 বিদ্যাসুন্দর । কেহ বলে বহু দুঃখ পেয়েছি হে ভাই । ঘাড় ভেঙ্গে এ বেট৷র রক্ত আমি খাই ॥ কেহ বলে লাঠাতে মাথার ভাঙ্গ খুলি । কেহ বলে থাক তুমি আমি করি গুলী ॥ কেহ বলে চোর বটে তবে কেন ছাড়ি। কী কালি পৰ্য্যন্ত চল মৃত্তিকাতে গাড়ি ॥ তারে তীরে জয়জর করি হে ইহারে । পোড়াইয়। মীর রাজা কি করতে পারে । পটুক খুলিয়া কোতোয়াল বান্ধে হাত । বিদ্যা কহে ধৰ্ম্ম কোথ। ওহে প্রাণনাথ । মৰ্ম্ম দহে স্থির নহে উঠে ডাক ছাড়ে । বুক চির মাণিক্য নহল কেবা কেড়ে ॥ সহচরীগণ কান্দে কুমারের হেতু । তোমা পেয়েছিল বদ্য। সেবি বৃষকেতু ॥ পূর্বের কঠোর পাপে বামদেব বাম । হারাইল তোম। হেন রূপ গুণধাম ॥ কুপিল সুন্দর মুক্ত করে নিজ করে। ঢেকা মেরে দুরেতে ফেলিল নিশাশ্বরে ॥ তখনি পরিল বস্ত্র পুরুষের ছানে । চুল ছিল এলে শীঘ্ৰ ছুই করে বন্ধে। পলাইতে পারে কবি কে রাথিতে পারে। মনোসাধে ধরা দিল তৎiসতে রাজারে ॥ মদনমোহনরূপে সবে মোহ যায়। অনিমেষে বাঘাই সুন্দর পানে চায় ॥
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।