এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
স্থ নদরের বন্ধনে বিদ্যার খেদোক্তি। ১১৫ কেহ বলে সামান্ত মানুষ নহে চোর । বিদ্যা বলে পরাণ-পুতলি বটে মোর ॥ ঐকবিরঞ্জন কহে করি কৃতাঞ্জলি। শ্রীরামদুলা4ে মাতা দেহি পদধূলি ॥ তুন্দরের বন্ধনে বিদ্যার খেদোক্তি । দয়িত গতি দেখি দগ্ধ দ্বিজরাজ-মুখী দুঃখসিন্ধু উথলিয়া উঠে । ধরণতলে ধনী পড়ে ধীহারা ধূচয় বাড়ে ধড়ে প্রাণ নাহি ঘৰ্ম্ম ছুটে । ম৷৭হার৷ ফণি পীর জীয়ন্তে মরমে মরা মোহুযুত। মুনি মনোহর । নয়নে নির্গত নীর নিশায় নিম্নগাতীর নাথাথে পদ্মিনী যেন জ্বর ॥ স্বপ্নে সতী স্বামী সঙ্গে সরস চাতুরী রঙ্গে সুখে মুখে মুখ দিয়া রয়। বিদ্যা বিনোদিনী বালা বিনোদ বকুলমালা বিভু গলে দিতে জ্ঞান হয়। বিদ্যা কহে হে মা কই কি করিলা কৃপামই কোথা যাব কি হবে উপায় । এই যে ছিলাম মখে একি দশা এক টুকে আত্মহত্যা দিব গে৷ তোমায় ॥. বিষম বিরহানলে বপু বিপরীত জলে বিদগ্ধ বল্লভ দিলা আনি ।