`Rం বিদ্যাসুন্দর । তার দুঃখ কিবা সদা সঙ্গে শিব। ভুবনবিজয়ী সেই ॥ বিদ্যার স্তবে কালীর অভয় প্রদান । স্বান করি গুচি হয় নৃপতিনদিনী । মুদ্রিত লোচনে ভাবে রূপ কাদম্বিনী ॥ কৃতাঞ্জলি কহে কৃপা কর কৃপামই । দাস তব দয়িত দুঃখিনী দাসী হই । আজ্ঞা ছিল তব সে আসিবে এথা একা । এখন এ দশ। একি অদৃষ্টের লেখা ॥ ক্ষিতিপতি ক্ষুদ্র দোষে ক্ষয় করে স্বামী । ক্ষেমঙ্করি ক্ষম দোষ ক্ষীণ দীন আমি ॥ নিতান্ত দেখি দুর্গ মন্ত্র জপে যেই । হেদে গে। করুণাময়ি তার দশা এই ! কি কব মহিম। সীম। পদতলে ভব । উৎপত্তি প্রলয় স্থিতি কটাক্ষেতে তব ॥ তপস্বিনী ত্রিনয়নে তার ত্রাণকত্রী । যশোদা-জঠোরজাত জায়া জগদ্ধাত্রী ॥ পাৰ্ব্বতি পরমেশ্বরি পশুপতিদার। । প্রভাকর পুত্ৰ পীড় হর পরাৎপরা ॥ বিদেশে বল্লভ বীরসিংহ করে নষ্ট । দনুজদলনি দেবি কেন দেও কষ্ট ॥ দৈববাণী শুনে রামা ভয় নাহি তেীর । স্বন্দর সামান্য নহে ৰরপুত্র মোর।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।