পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ বিদ্যাসুন্দর। রাজা লবে প্রাণ সই কোন মূর্থ কহে । সাধ্য নহে তার যার দেহে আত্মা রহে ॥ নিরখিয়া নরপতি এ রূপ বিচিত্র । না হবে নিতান্ত রূপ বিরূপ চরিত্র । আছাড়ি পাছাড়ি মহী কেন্দে কহে হীরা । ও চাদ মুখের কথা শুনিব কি ফির । পতিপুত্ৰ হীন৷ দীনা গুন গুণরাশি । কে কহিল তোমাকে কহিতে মোরে মাসী । দ্বাদশ বৎসর বাছ খেয়েছি গোসাই । তারপর কিছুমাত্র শোক জানি নাই ॥ মৃত্যু প্রতি কারণ হইলে তুমি মোর। লোকে বলে হীরা মাগী রেখেছিল চোর ॥ কেন বাড়াইলে প্রেম রাজকন্ত সনে । তোমাকে ছাড়িয়া বিদ্যা বাচিবে কেমনে ॥ তব মৃত্যুকথা তব শুনিলে মা বাপ । তথনি ত্যজিবে প্রাণ পেয়ে মনস্তাপ ॥ বয়স্তাত তব যার যার সঙ্গে আছে । ছাড়িৰেক প্রাণ তার বার্তা গেলে কাছে ॥ তোমার মরণে এত লোকের মরণ । কি জানি বিধির লিপি ললাটে কেমন ॥ দরবারে বার দিয়া বসেছে ভূপাল । হেনকালে চোর নিয়া গেল কোতোয়াল ॥ ঐকবিরঞ্জন বলে করি পুটাঞ্জলি । ঐরামদুলালে মাতা দেহি পদধূলি ৷