পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজার সহ চোরের ব্যাঙ্গোক্তি । সিংহাসনে নরসিংহ বীরসিংহ রায় । তপ্ত তপনীয় তনু তারাপতি প্রায় ॥ প্রমথেশ প্রিয়। পূজা প্রসাদ চন্দন। ভালে বিন্দু বিধু মধ্যে বালার্ক যেমন ॥ প্রচণ্ড চণ্ডার্চি চয় চতুর্দিকে দ্বিজ । পুরোহিত বেষ্টিত যেমন মথভুজ ॥ কিঙ্কর নিকরে করে চামর ব্যজন। মস্তকে ধবল ছত্ৰ কিবা সুশোভন ॥ " তদুপরি চন্দ্ৰাতপ তমঃ করে দুর। বামভাগে মহাপাত্র পরম চতুর ॥ পাঠ করে পুরাণ পাঠক নিত্য নিত্য । যন্ত্ৰিগণ যন্ত্রে গান করে হরে চিত্ত ॥ দুদিকে সোয়ার খাড়। বুকে ধরে ঢাল। কারো নাহি মৃত্যুভয় যুদ্ধে যেন কাল ॥ সেলাম করয়ে হাতি সম্মুখে মাহুত । পদাতিক দুরন্ত সাক্ষাৎ যমদূত ॥ চোপদার নকীব হজুরে খাড়া আছে। বাঘাই কোটাল চোরে নিয়া গেল কাছে ॥ গরীব নেওয়াজ বলি আদিবে সেলাম ! নজর দৌলত এই চোর লেয়া হাম ॥ ভূপতিকে প্ৰণিপাত করিলেন কৰি। সদত নির্ভয় দীপ্যমান যেন রবি ৷