রাজার সহ চোরের ব্যঙ্গোক্তি। ১২৭ পুনঃ পুনঃ হানে প্রাণে বক্র নিরখিয়া। জীয়ায় যুবতী বিম্ব ধরামৃত দিয়া ॥ ঘূর্ণিত ঘুেচিন বীরসিংহ কহে রাগে । এ বেটাকে ধর শাস্ত্ৰ কামানের আগে ॥ কবি কহে কামান বিদ্যার যোড়া ভুরু। সতত নিকটে ধর। বটি কল্পতরু ॥ তাহাতে নয়নবাণ বিষম সন্ধান । শশীমুখী হাসি ভস্মরাশি করে প্রাণ ॥ কি জানি কিমন্ত্র জানে বিদ্যা গুণবতী । পুনরপি প্রাণদান পাই নরপতি ॥ বাক্যপীড়া মহা ব্রীড়া বীরসিংহ বলে । এ বেটাকে ফেল নিয়া করি পদতলে ৷ মনোমত্ত কুঞ্জর মাহুত্ত পুষ্পধনু । সতত হুলায় হাতী কমলিনী অনু ॥ তার তলে পড়ে রাজা প্রাণ যায় মোর। চোর চোর বলে তুমি মিছা কর সোর। আপনি সাক্ষাৎ যম মৃত্যুরূপ কন্য। রাণী ঠাকুরাণী বুঝি এইরূপ ধন্ত ॥ মৃত্যু প্রতি ভূপতি কারণ কহে যা। বিদ্যায় ঘটায়ে কবীশ্বর কহে তা । রাজা বলে মিথ্যা বাক্যছলে কাষ নাই । মসানে কাটহ শীঘ্র তস্কর জামাই ॥ হাসি হাসি গুণরাশি সভা সাক্ষী করে। জামাত কছিল সত্যবাদী নৃপবরে।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।