রাজার সহ চোরের ব্যঙ্গোক্তি ॥ ১২৯ কহে গুণরাশি হাসি পাত্ৰ তুমি মূঢ় । থাও হুে বাপের কলা দিয়া ঝোল গুড় ॥ দাড়ি ভুড়ি সার কোন জ্ঞান নাহি মাত্র। হবচন্দ্র রক্ষু যেন গবচন্দ্র পাত্র । বন-পশু বুঝেছি বলিয়া দেন তুড়ি। রাঙ্গা বট যেন সার কাঠালের গুড়ি ॥ ছয়মাস গতে কৰ্ম্ম সুধাও কি জাতি । কেন ন হইবে তুমি নিজে হও কাতি ॥ তব চর্য্যা চর্চিলাম আলাপে ক্ষণেক । দ্বিপাদ পশুর মধ্যে তুমি হে জনেক । কদাচিৎ মিলে যদি তোমার দোসর। চাসায় পরশ পায় ঢুন বাড়ে দর ॥ অপমানে অঙ্গ দহে অঙ্গার সমান। সভাস্থ পণ্ডিতগণ হন হতজ্ঞান ॥ দ্বিজগণ কহে কহ রূপগুণযুত । কোনু কুলে জন্ম ধাম নাম কার স্থত। কহে গুণরাশি হাসি গুন ধীরচয় । তোম। সবাকারে কহি নিজ পরিচয় ॥ জনম মানবকুলে শভূধাম ধাম। পিতামাত শিবশিব। কালিদাস নাম ॥ কোনরূপে নিভান্ত না পরিচয় মিলে । কোতোয়াল সঙ্গে রাজা বসিলা বিরলে। হেদে নিশানাথ সুতানাথ এই বটে। এমন স্বপাত্র বহুভাগ্য হেতু ঘটে।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।