>S)○ বিদ্যাসুন্দর । ঐকবিরঞ্জন কহে কাণি কৃপামই। আমি তুয়া দাসদাস দাসীপুত্ৰ হই । স্বন্দর প্রতি কালীর অভয় দান। চতুস্ত্রিংশক্ষেরে স্তব করি কহে কবি। দক্ষিণ শ্রবণে শুনি পরিতুষ্ট দেবী ॥ কহেন করুণাময়ী কেন ভয় পাও : নৃপতিপূজিত হৈয়। নিজ দেশে যাও। ভয় নাহি ভয় নাহি বাছারে সুন্দর । কার শক্তি কাটে তুমি কালীর কিঙ্কর ॥ পৰ্ব্বত চালিতে পুত্ৰ পারে কি পতঙ্গ । ছায়ারূপে সদ। আমি থাকি তব সঙ্গ ৷ ভাবরে ভকত নর কালী কল্পতরু । তারা নাম তরী তাহে কাণ্ডারী শ্ৰীগুরু ॥ চতুষ্পদ চতুষ্পদ না লভে একান্ত । আজ্ঞা কিন্তু আজ্ঞাপেক্ষ এ শাস্ত্রসিদ্ধান্ত ॥ ব্যতিক্রমে বিস্তর বিপদ পদে পদে । ক্ষিপ্ত সেই স্বধৰ্ম্ম খোয়ায় খোসামোদে ॥ শিষ্ট কষ্ট রাষ্ট্র শ্রেষ্ঠ লোকে কেহ কহে । দ্বিতীয় ব্যক্তিতে সামান্য সাধ্য নহে ॥ হলাহলামৃতামৃত রস হলাহল । ক্রিয়৷ ক্রিয় কলিকালে শীঘ্ৰ ফলাফল ॥ পরম সংস্কৃত বিদ্যা গুরুরতি গম্য । বীৰ্য্যবস্ত সাধকজনার মনোরম্য ৷
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।