এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিদ্যার উল্লাস । S86. কন্যাকে বিনয় কি হেতু কর । গুৰু কেবা মোর তোমার পর ॥ দিয়া শুন করুণামই। গোট দুই কথা তোমারে কই । পুনরপি ধরাজন্ম লভিলে । তোমা হেন যেন জননী মিলে ॥ হাসি হাসি কহে যতেক আলি । সকলি কেবল করেন কালী ॥ কাতর শ্ৰীকবিরঞ্জনে কয় । তরাও তারিণী শমনভয় ॥ বিদ্যার উল্লাস । মান করি শশিমুর্থী মহাহৃষ্ট মনে। ভবানী ভাবয়ে ভীম মুদ্রিত নয়নে ॥ পূজে পৰ্ব্বতেশ-পুত্রী পরম কৌতুকে । মেষ মহিষাদি বলি দিল মুহূৰ্ত্তেকে ॥ বদনে রসনারব যত সীমস্তিনী । শঙ্খ ঘণ্টাকোলাহল করে জয়ধ্বনি ॥ সঙ্গোপনে জপে রামা মহাশঙ্খ মাল । সাষ্ট্রাঙ্গে প্রণাম করে বীরসিংহবালা ॥ কৃতাঞ্জলি কহে বিদ্যা প্রেমে গদগদ । পরকালে পাই যেন পদকোকনদ ॥ দীন দ্বিজবৰ্গে দিল নানা রত্ব ধন। সাবিত্রী সমান ভব কহে বিপ্ৰগণ ॥