বিদ্যা বর্তৃক বারমাস বর্ণন । ጏ® ® ঘন ঘন ঘন রব অবশ শরীর সব ভিব নিতান্ত দুরন্ত । কদম্বকুসুম ফুটে বনতটে মন ছুটে দুঃখ শাস্ত কান্ত কি কৃতাস্ত ॥ কর্কটে বরিষা বাড়ে পক্ষী নাহি বাসা ছাড়ে যাতায়াতে সকলে রহিত । ঘর ছাড়া পতি যার অভাগ্য কপাল তার ধীরে ধীর বিধি বিড়ম্বিত ॥ ধরাধর গুরু গর্জে যে বুঝি মদন তজ্জে আটনি দামনি বাহু লাড়। ॥ দেবরাজ দুগ্ধে মৰ্ম্ম দেখ কি আনীত কৰ্ম্ম মড়ার উপরে হানে খাড়া। " সিংহে মন্তী একাকার জল ভিন্ন স্থল আর তিল অৰ্দ্ধ নাহি দেখি মাত্র । ভেকের পরম মুখ কাল কোকিলের দুখ কামিনীর কেঁপে উঠে গাত্র ॥ দিব যায় গৃহনাটে রজনীতে বুক ফাটে আবেশে বালিস চাপে কোলে । যে সুখ পতির সঙ্গে প্রসঙ্গ কি তার সঙ্গে স্বতের সুস্বাদ কোথা ঘোলে ৷ কস্তার কেবল যুক্তি ভক্তিভাবে পূজে শক্তি মুক্তি লাভ উক্তি উক্ত বেদে । যে গৃহী সাধক দীন সেই সে দিবসে তিন মরমে মরিয়া থাকে খেদে ৷
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।