পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যা কর্তৃক বাবমাস বর্ণন । Ꮌ☾☾ নিত্য উষ্ণ জলে স্নান উচিত বটে হে প্রাণ উষ্ণ,অন্ন স্থতাদি ভোজন। দশদণ্ড যুধ্য হবে দেশে কেন যাবে তবে ধীর তুমি ধৈর্য্য কর মন ॥ হেদে প্রাণনাথ কবি মকরে প্রখর রবি এই মাস বিখ্যাত ভুবনে । প্রাতঃস্নানে মহা পুণ্য করে যেবা সেই ধন্ত পারে লোক জিনিতে শমনে ॥ সবিশেষ কৰ কিবা জপহোমে রাত্রি দিৰা প্রভু তুমি থাকহ নিযুক্ত। চেতনবিশিষ্ট মনু জপেতে নিষ্পাপত্যু সংসারসাগরে হবা মুক্ত ॥ আর এক শুন বোল কুম্ভেতে গোবিন্দ দোল দরশনে সৰ্ব্বপাপ নাশে । বিজ্ঞ বট কি না জীন দেখহে থাকি কেমন কিছুকাল গোণে যাবে বাসে ॥ পরম মুখদ মাস শিশিরে যাতনাহাস মন্দ মন্দ মলয়পবন । যুবক যুবতীসঙ্গে বঞ্চে নিশি রসরঙ্গে উভয়ত বিদেশে মরণ । মানে মানকে ভু পাপ দ্বিগুণ জলায় তাপ সহচর সখী সেই মধু । l তার দৈবে নাই জি কলঙ্কা সে দ্বিজরাজ মৃত্যুরূপ পর ভূতবধু ॥